ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে করেছিলেন অসাধারণ এক ট্রিপল সেঞ্চুরি। তারপরও বাংলাদেশের বিপক্ষে ভারতের পরের টেস্টে বাদ পড়েছিলেন করুন নায়ার। চোট কাটিয়ে ফেরা অজিঙ্কা রাহানেকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছিল তাকে। এরপর জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টেও। তবে বেঙ্গালুরুতে আজ শুরু দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাড়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন অভিনব মুকুন্দও। এই দুটি পরিবর্তন নিয়ে বেঙ্গালুরু টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুরালি বিজয় ও জয়ন্ত যাদব। ওপেনিংয়ে বিজয়ের জায়গা নিয়েছেন মুকুন্দ। ২৭ বছর বয়সি এই ব্যাটসম্যান ভারতের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১১ সালের আগস্টে, ইংল্যান্ডের বিপক্ষে। দলে ফিরলেন প্রায় ছয় বছর পর। এই সময়ের মাঝে ভারত টেস্ট খেলেছে ৫৬টি। ভারতের হয়ে দুই টেস্টের মাঝে মুকুন্দের চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন কেবল পার্থিব প্যাটেল (৮৩ টেস্ট)।

দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ইনিংসে অবশ্য ব্যর্থ হয়েছেন মুকুন্দ। মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ডাক মেরেছেন। তার বিদায়ের সময় ভারতের স্কোর ছিল ১ উইকেটে ১১। প্রথম টেস্ট তিন দিনেই ৩৩৩ রানে হারের পর বেঙ্গালুরুতে ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জের শুরুতেই ধাক্কা খেল কোহলির দল।