
নিজস্ব প্রতিবেদক : ব্যারিস্টার তুহিন মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
দোল উৎসব ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তার ফেসবুকে কটূক্তি ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, তুহিন মালিক একের পর এক হিন্দু ধর্ম ও ধর্মীয় রীতি-নীতি নিয়ে মিথ্যা বানোয়াট বক্তব্য ফেসবুকে প্রচার করে হিন্দু ধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফলে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা তুহিন মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। আগামি ২৪ ঘণ্টার মধ্যে তুহিন মালিককে গ্রেপ্তার করা না হলে গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
হিন্দু মহাজোটের সহসভাপতি মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. এম কে রায়, প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস প্রমুখ।