আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নৌ বাণিজ্য ব্যবস্থা সহজতর করতে ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের জন্য ভারতকে ৯৮০ কোটি রুপি দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার আসাম রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি এ তথ্য জানিয়েছেন।
চন্দ্র মোহন পাটোয়ারি বলেন, ‘ ব্রহ্মপুত্রের মাধ্যমে নৌবাণিজ্য চালু করা গেলে এতে পণ্যের পরিবহণ খরচ কমবে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য আসাম বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের জন্য ৯৮০ বোটি রুপি ঋণের অনুমোদন দিয়েছে। এটা কঠিন কাজ সন্দেহ নেই, তবে ভবিষ্যতে এই নদটি বাণিজ্যিক নৌযান চলাচলের উপযুক্ত হয়ে উঠবে।’
কেন্দ্রীয় সরকারের পূর্বাঞ্চলীয় রাজ্যনীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেতে জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চন্দ্র মোহন।
এসময় তিনি বলেন, ‘এ লক্ষ্যে নৌ যোগাযোগ চালু করা হচ্ছে প্রথম পদক্ষেপ। নৌ যোগাযোগ ব্যবস্থা চালু করলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ২৫ কোটি ভোক্তার রেডিমেড বাজার পাবে আসাম। আর লক্ষ্যমাত্রা যদি উচ্চাভিলাষী হয়, তাহলে থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যাবে।’