ব্রাজিলীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক, ‘অভিভাবকত্ব’ মেনে নেবেন না লুলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণার দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ব্রাজিল একটি ‘সার্বভৌম রাষ্ট্র’ এবং তার গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা বিচারিক প্রক্রিয়ায় বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের মন্তব্যকে সম্বোধন করে লুলা লেখেন, ‘বুধবার (৯ জুলাই) বিকালে সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রকাশ্য বিবৃতির আলোকে, নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ: ব্রাজিল একটি স্বাধীন প্রতিষ্ঠানের সার্বভৌম দেশ এবং কোনো ধরণের অভিভাবকত্ব গ্রহণ করবে না। অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম একচেটিয়াভাবে ব্রাজিলের বিচার বিভাগীয় শাখার এখতিয়ারভুক্ত এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার সঙ্গে আপস করতে পারে এমন কোনও হস্তক্ষেপ বা হুমকির বিষয় নয়’।

তিনি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা সম্পর্কিত বিভ্রান্তিকর অর্থনৈতিক দাবিও প্রত্যাখ্যান করেছেন। জোর দিয়ে বলেছেন, শুল্ক বৃদ্ধি ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইন অনুসারে মোকাবিলা করা হবে।

তিনি লেখেন, ‘ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ঘাটতির দাবিটি সঠিক নয়। মার্কিন সরকারের পরিসংখ্যানই গত ১৫ বছরে ব্রাজিলের সাথে পণ্য ও পরিষেবার বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত দেখায়। অতএব, যেকোনো একতরফা শুল্ক বৃদ্ধি ব্রাজিলের অর্থনৈতিক পারস্পরিক আইন অনুসারে মোকাবেলা করা হবে। সার্বভৌমত্ব, শ্রদ্ধা এবং ব্রাজিলের জনগণের স্বার্থের অটল প্রতিরক্ষা হল সেই মূল্যবোধ যা বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ককে পরিচালিত করে।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল থেকে আমদানি হওয়া সকল পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।

ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ওপর ব্রাজিলের আচরণের কারণে এই শুল্ক আরোপ করা হচ্ছে। বলসোনারো ২০২৩ সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন।

চিঠিতে বলা হয়, ‘মুক্ত নির্বাচন এবং আমেরিকানদের মৌলিক মত প্রকাশের অধিকারের ওপর ব্রাজিলের নীরব আক্রমণের কারণে আংশিকভাবে এই শুল্ক আরোপ করা হলো।’

সূত্র: এনডিটিভি