আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের মানাউস শহরে একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রের মধ্যে দাঙ্গায় চারজন নিহত হয়েছে।
এর আগে দুই দফায় কারাগারে দাঙ্গায় ৮৯ জন নিহত হওয়ার পর রোববার মানাউসের ভিদাল পেসোসা জেলে এই দাঙ্গা হলো। তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গত সপ্তাহে যে কারাগারে দাঙ্গায় ৫৬ জন নিহত হয়, সেখান থেকে বন্দি সরিয়ে ভিদাল পেসোসা কারাগারে আনার জন্য এটি খুলে দেওয়া হয়। এ সময় প্রতিপক্ষ চক্রের মধ্যে দাঙ্গা শুরু হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অপরাধী চক্র কারাগারে দাঙ্গা সৃষ্টি করছে। এমন অবস্থা ব্রাজিলের অন্য রাজ্যগুলোতে দেখা যাচ্ছে।
গত শুক্রবার রোরাইমা রাজ্যের একটি কারাগারে অপরাধী চক্রের বন্দিরা দাঙ্গা বাধায় এবং এতে নিহত হয় ৩৩ জন। ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী শীর্ষ মাদক চক্রগুলোর মধ্যে ছয় মাস আগে স্বাভাবিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
দেশের দক্ষিণ-পূর্বে মাদক চোরাচালানের একটি রুট সাও পাউলো-ভিত্তিক মাদক গ্যাং ফার্স্ট ক্যাপিটাল কমান্ড দখল করে নিলে রিও ডি জেনিরো-ভিত্তিক রেড কমান্ড ক্ষেপে যায়। এ দুটি গ্যাংই ব্রাজিলের ভয়ংকর মাদক গ্যাং। মাদক চোরাচালানের রুট নিয়েই তাদের মধ্যে প্রধান দ্বন্দ্ব।