আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ধর্মীয় উৎসব পালনের সময় একটি কৃত্রিম গুহা ধসে ১০ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলের মধ্যাঞ্চলীয় প্রদেশ তোকানতিনসের সান্তা মারিয়া শহরে কাসা দা পেদ্রো নামের কৃত্রিম গুহার ছাদের একটি অংশ ধসে পড়ে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এ কৃত্রিম গুহায় প্রায় ৫০ জন ব্যক্তি ধর্মীয় উৎসবের সময় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন চারজন।
প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে পূণ্যার্থীরা ‘অল সেইন্টস’ ডে’ উদযাপন করছিলেন। এ সময় হঠাৎ গুহার ছাদ ধসে পড়ে কয়েকজনের মৃত্যু হয়। ব্রাজিলের গণমাধ্যমে ধসে পড়ার গুহার কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা লে. এদভালদো গোমেজ জানিয়েছেন, মারা যাওয়া ও আহত সবাইকে গুহা থেকে উদ্ধার করা হয়েছে।