ক্রীড়া ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল দলে ফিরছেন অস্কার ও থিয়াগো সিলভা। ঘরের মাঠের বিশ্বকাপ এবং কোপা ২০১৫ এর ব্যর্থতার পর কার্লোস দুঙ্গার অধীনে সেলেকাও দলে উপেক্ষিত ছিলেন তারা। তবে নতুন কোচ টিটের অধীনে আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান এ দুই তারকা ফুটবলার।
ইনজুরি থেকে ফিরে আসায় বায়ার্ন মিউনিখ তারকা ডগলাস কস্তাও ব্রাজিল দলে ডাক পেয়েছেন। আগামী ৬ অক্টোবর নাতালে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১১ অক্টোবর ভেনেজুয়েলায় খেলতে যাবে নেইমার-অস্কার-সিলভারা।
সর্বশেষ দুটি বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। এ জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেলেকাওরা। নিজেদের শেষ আট ম্যাচে স্কোরবোর্ডে ১৫ পয়েন্ট জমা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
নতুন স্কোয়াড নিয়ে ব্রাজিল কোচ টিটে বলেন, ‘আগের চেয়ে এই দলটি বেশ সুষম। ইউরোপিয়ান ফুটবলের শুরুতে আমাদের তেমন সমস্যা হচ্ছে না।’
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক : অ্যালিসন, মুরালহা, ওয়েভারটন।
ডিফেন্ডার : দানি আলভেস, মিরান্ডা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, জিল, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপে লুইস।
মিডফিল্ডার : কাসেমিরো, রেনাতো আগুস্তো, পাওলিনহো, অস্কার, উইলিয়ান, ফার্নানদিনহো, লুকাস লিমা, গুইলিয়ানো, ফিলিপে কুতিনহো।
ফরোয়ার্ড : নেইমার, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনহো, গ্যাব্রিয়েল জেসুস।