
মোঃ সিজান আহমেদ সোহাগ, অনুসন্ধানী প্রতিনিধি: গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের মিছিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাংচুর ও অগ্নিসংযোগ করে ম্যুরালটি ক্ষতিগ্রস্থ করে হেফাজত ইসলামীর কর্মী মোঃ আরমান মালিক। ঐ সময়ের ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দেখে আটককৃত আরমানকে সনাক্ত করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনায় ৪ এপ্রিল রাতে আরমান মালিককে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার করে ভৈরব র্যাব ক্যাম্প সদস্যরা। গ্রেফতারকৃত আরমান মালিকের দেয়া তথ্য মতে ৫ এপ্রিল ২০২১ ভোর বেলা ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন কাজীপাড়ায় তার অস্থায়ী ভাড়া বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, ০২ টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র্যাব সুত্র জানায় ।