গত ৩ অক্টোবর-২০২৪ ইং তারিখে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি ) এর অধীনস্হ ব্রাক্ষণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান কারীদের মালামাল আটকের স্থিরচিত্র।
অপূর্ব দেবঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে একটি বিশেষ অভিযানে ৫৫ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, ভারতীয় She-plus ট্যাবলেট, ভারতীয় Uni-Shade ক্রিম, ভারতীয় উন্নতমানের জর্জেট শাড়ী এবং ভারতীয় ORIS সিগারেট জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিজিবি পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গত ০৩ অক্টোবর ২০২৪ ইং তারিখে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় একটি বিশেষ অভিযানে সিলেট হতে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান হতে এসব ভারতীয় মালামাল জব্দ করতে সক্ষম হয়।
বর্তমানে জব্দকৃত ভারতীয় চোরাচালানী মালামালসমূহ বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।