মোঃ রাকিবুল ইসলাম জাকারিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ফাঁসি ও তাদের দোসরদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
নির্যাতিত আখাউড়া উপজেলাবাসীর আয়োজনে মঙ্গলবার সকালে রেলওয়ে স্টেশন চত্বরে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আনিসুল হকের নির্দেশে হত্যা, মামলা- হামলায় নির্যাতিত পরিবারের সদস্য, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানী, পৌর বিএনপির সাবেক সভাপতি বাহার মিয়া, বিএনপি নেতা শেখ জীবন, মহিলা দলের নেত্রী অন্তুরা, আবু বকর প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের বাকস্বাধীনতা, মানবাধিকার ছিল না। সারাদেশের মতো কসবা-আখাউড়ায় বিএনপি অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। গুম, খুন করেছে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আওয়ামী লীগ নেতা কাজলের নির্দেশে ২০১৪ সালে উপজেলা নির্বাচনের দিন তারাগন ভোটকেন্দ্রে পৌর যুবদলের সহ সভাপতি হাদিস মিয়াকে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ আমলে আখাউড়ায় ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করেছে। তারা জনগণের জানমাল লুটপাট, জায়গা জমি দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে।
মানবন্ধনে উপজেলার মনিয়ন্দ গ্রামের নিহত রহিজ মিয়ার স্ত্রী খাদিজা ও তার ছেলে অভিযোগ করেন আনিসুল হকের নির্দেশে সাদা পোষাকে রহিজ মিয়াকে ধরে নিয়ে ক্রয় ফায়ার দিয়ে হত্যা করে। রহিজ হত্যার বিচার চান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো. আক্তার হোসেন খান।