
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার এসআই মো. মাহিন উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
ইয়াবা দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আজ রোববার এই ব্যবস্থা নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই মাহিন উদ্দিন। তবে গ্রেপ্তারকৃত অলিন মিয়া ভালো লোক ও তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। এলাকার লোকজন এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির ঘটনার তদন্ত করে সত্যতা পান। এসআই মাহিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ উঠার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির জানান, এসআই মাহিন উদ্দিনের বিরুদ্ধে উঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে রোববার তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।