ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খেতাবাড়ী ও মেরাসানী এলাকায় পৃথক বন্দুকযুদ্ধ হয়। তবে দুপুরের পর বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়েছে।
নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার বুলবুল মিয়া (৪০) ও নুরুল ইসলাম (৪২)।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, উপজেলার খেতাবাড়ী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুলবুল ডাকাত নিহত হন।
অন্যদিকে, উপজেলার মেরাসানী গ্রামের বাজারের উত্তর পাশে বিজয়নগর থানা পুলিশের সঙ্গে নুরুল বাহিনীর গুলি বিনিময় হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে নুরুল মারা যান।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, তিনটি রামদা উদ্ধার করেছে। নুরুল ইসলামের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে। বুলবুল এলাকার চিহ্নিত ডাকাত।