নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার রাজধানীর ফার্মগেটে একটি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ঘটনার পেছনে যারাই থাকুন, তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটি ইস্যু তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।
মন্ত্রী বলেন, এদেশে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। কেননা ধর্ম যার যার দেশ সবার। তাই কোনো শ্রেণির ওপর হামলা করে কেউ ফায়দা লুটার চেষ্টা করলে ভুল হবে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাও তেমনটি। অপেক্ষা করুন তদন্তেই সব বেরিয়ে আসবে।