
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে অজ্ঞাত যুবকের (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, সকালে সৈয়দাবাদ গ্রামের একটি বালুর মাঠে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহে পাশে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।