
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার থানাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিল্লুর রহমান কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা কাউছার মোল্লা। অন্যপক্ষের নেতৃত্ব দিচ্ছেন জিল্লুর রহমান। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে আসা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করে।
সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, গ্রেপ্তারের পর জিল্লুর রহমানকে থানায় পাঠানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।