ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ তহুরা ইসলাম চৌধুরী (১৮) নামে এক তরুণীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দুপুর ১টার দিকে পৌর শহরের কান্দিপাড়া এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
আটক তহুরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যারা জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয় তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় তহুরার নামও রয়েছে। সে জেএমবির একজন সক্রিয় সদস্য এবং ফেসবুকে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট লাইক ও শেয়ার করত। তার বাড়ি সিলেটে।


