ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি।
সদর ট্রাফিক পুলিশের সার্জেট মো. সারোয়ার বলেন, ‘শহরের পৈরতলা এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। আমরা ট্রাকচালককে আটক করেছি।’