ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে সদর উপজেলার বিরামপুর ও সিন্ধুরা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান জানান, রোববার রাতে বিরামপুর গ্রামের একটি মাজারে ওরশ চলছিল। ওই ওরশে আসা সিন্ধুরা গ্রামের এক যুবককে বিরামপুর গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ নিয়ে সোমবার উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।