ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: বালুবাহী ট্রলারের চালকসহ গ্রেপ্তার ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষে নিহতের ঘটনায় সাত জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া দুটি ইঞ্জিনচালিত বালুর নৌকা আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বাসিন্দা বালুবাহী ট্রলারের চালক জমির মিয়া (৩৩), তাঁর সহযোগী মো. রাসেল (২২), খোকন মিয়া (২২), মো. সোলায়মান (৬৪) ও চম্পকনগর ঘাটের ইজারাদার মিস্টু মিয়া (৬৭)। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২১ মরদেহ উদ্ধার করা হয়েছিল। রাতে উদ্ধারকাজ শেষে এ তথ্য জানিয়েছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান। পরে আজ শনিবার সকাল ৮টার দিকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সকাল সাড়ে ৯টার পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।