ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে এবার এক ব্যক্তি নিহত

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার কসবায় ‘বন্দুকযুদ্ধে’ এবার মো. জহিরুল ইসলাম ওরফে কালা জহির নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশের দাবি, জহির ডাকাত দলের সদস্য ছিল।

শনিবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে জহিরের লাশ উদ্ধার করে পুলিশ ।

সে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মধ্যপাড়ার নসু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কালা জহিরকে গ্রেপ্তারের পর শনিবার ভোরে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ককটেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সহযোগীদের গুলিতেই কালা জহির মারা যায় বলে পুলিশ দাবি করেছে।এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের গ্রামের বাড়ি কসবার পানিয়ারুপে ডাকাতির ঘটনার সঙ্গে কালা জহিরের সম্পৃক্ততা ছিল। বছর চারেক আগের ওই ঘটনার সময় আনিসুল হক অবশ্য আইনমন্ত্রী ছিলেন না। ডাকাতির ঘটনার পর গ্রেপ্তারকৃতের দেওয়া জবানবন্দিতে কালা জহিরের নাম ওঠে আসে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক চোরাচালানের অভিযোগে ছয়টি মামলা আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

এর আগে বুধবার গভীর রাতে তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর নামে এক ‘জঙ্গি’ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। উপজেলার জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামি আদালতে জবানবন্দিতে জানিয়েছে, মামা হুজুরের নির্দেশেই ফরিদকে হত্যা করা হয়।