ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুর রহমান জানান, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া পথে চলাচলকারী স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস সুলতানপুরে পৌঁছে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।