ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মো. শিপন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার নূরজাহানপুর গ্রাম থেকে তাকে আটক করেন র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক শিপন ওই গ্রামের মনেব মিয়ার ছেলে।
সোমবার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল নবীনগরের নূরজাহানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে থেকে শিপনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার বসত বাড়ি থেকে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একনালা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


