ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৭ মে) জেলার বিজয়নগর ও কসবায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার মনকাশাইর এলাকায় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে মোটরসাইকেলটি খাদে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী মারা যায়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগরের বুধন্তী এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশায় থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হন। ওই নারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নারীর নাম সুভাষী দেবনাথ (৫৫)। তার বাড়ি বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু,জনের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।