ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় পার্টির দুই গ্রুপ একই স্থানে সভা ও মানববন্ধন আহ্বান করায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের পুনশ্চ কমিউনিটি সেন্টার ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক এবং কাজী মামুনুর রশীদকে সদস্যসচিব করা হয়। জিয়াউল হক পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য। শনিবার সকালে ওই কমিটি পুনশ্চ কমিউনিটি সেন্টারে তাদের প্রথম সভা আহ্বান করে।

এদিকে এই কমিটি গঠনের প্রতিবাদে পুনশ্চ কমিউনিটি সেন্টারের সামনে একই সময় মানববন্ধন ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয় পৌর জাতীয় পার্টি। পৌর জাতীয় পার্টির সভাপতি ফিরোজ খান জেলা কমিটির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি ওহাহেদুল হক এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।