ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৭টি দোকানসহ বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়।
রোববার দুপুরে শহরের বিরাসারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের মালেক মিয়ার গোষ্ঠীর সহিদ মিয়াকে মারধর করে সৈয়দ আলীর গোষ্ঠীর লোকজন।
এর জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় ৭টি দোকানসহ বেশ কিছু বাড়িঘর।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।