ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজী হত্যার পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ওয়াজী আহমেদ চৌধুরীকে হত্যার মূল পরিকল্পনাকারী আহাদ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৪ এর একটি অভিযানে পল্লবী থানা এলাকা থেকে আহাদ আলীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহাদ আলী স্বীকার করেছে, তিনি ওয়াজী আহমেদ চৌধুরীর হত্যার সঙ্গে সম্পৃক্ত এবং তিনি হত্যার পরিকল্পনা করেন।

এ বিষয়ে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।