পটুয়াখালী প্রতিনিধি : জেলার দশমিনা উপজেলার বেতাগী সানকিপুরে মালবাহী কার্গোর ধাক্কায় ব্রিজ ধসে পরার ঘটনায় নিখোঁজ শিশু নুসরাত জাহানের (৫) লাশ উদ্ধার হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ব্রিজ এলাকায় নুসরাতের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশকে খবর দেয়।
দশমিনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর গলাচিপা উপজেলা থেকে আসা একটি বালুবাহী কার্গোর ধাক্কায় দশমিনা উপজেলার সানকিপুরের জমিনমৃধা ব্রিজ ধসে যায়। এ সময় ব্রিজে থাকা শিশুসহ বেশ কয়েকজন আরোহী খালে পড়ে যায়। এ সময় তিন শিশু সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হয় নুসরাত। দুর্ঘটনার চার দিনের মাথায় আজ নুসরাতকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করা হয়।


