ব্রিজ না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার ২০ হাজার মানুষ!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট সদর উপজেলার হারাটি ও রাজপুর ইউনিয়নের মাঝামাঝি সতি নদীর উপরে বৈকুন্ডের ঘাট এলাকায় ব্রিজ না থাকায় ২০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন বাঁশের তৈরি সাঁকো দিয়ে। প্রতিদিন মোটরসাইকেল, বাইসাইকেল ও পায়ে হেঁটে হাজার হাজার মানুষের যাতায়াতের ফলে বাঁশের তৈরি সাঁকো দুই তিন মাস চলাচলের পর অযোগ্য হয়ে পড়ে। বিগত ৪০ বছর ধরে চাঁদা তুলে সাঁকো মেরামত করা হচ্ছে।
বাঁশের সাঁকোর উত্তর পাশে হারাটি ইউনিয়ন ও দক্ষিণ পাশে রাজপুর ইউনিয়ন হওয়ায় রাজপুর ইউনিয়নের হাজার হাজার মানুষকে লালমনিরহাট শহরে প্রবেশ করার জন্য প্রতিনিয়ত পড়তে হয় ভোগান্তিতে। অন্যদিকে সাঁকোর দক্ষিণ পাশে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় হারাটি ইউনিয়নের কোমলমতি শিশুরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পার হয়ে বৈকুন্ডপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করতে যায়।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ রায়সহ আরো অনেকেই বলেন, স্বাধীনতার পর থেকে এই ঘাটে ব্রিজ তৈরি করা হয়নি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন ব্রিজটি নির্মাণে জরুরি প্রদক্ষেপ গ্রহণের জন্য। হারাটি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ইসলাম জানান, ব্রিজ নির্মাণ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।