ব্রিটিশ পার্লামেন্ট বিজয়ী তিন বাঙালি কন্যাকে সংসদে অভিনন্দন

সংসদ প্রতিবেদক : ব্রিটিশ পার্লামেন্ট বিজয়ী তিন বাঙালি কন্যাকে সংসদে অভিনন্দন জানানো হয়েছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ রেহেনার সুযোগ্য কন্যা টিউলিপ সাহস ও যোগ্যতা দিয়ে দুই দফা ব্রিটিশ পার্লামেন্টে বিজয়ী হয়েছে। তার সঙ্গে আরো দুজন রুশনারা ও রুপা হক বিজয়ী হয়েছেন। এটা আমাদের ও বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। ব্রিটেনে কীভাবে একজন যোগ্য ও যুক্তিবাদী প্রার্থীকে বেছে নেয় তা আমরা জানি। টিউলিপ সিদ্দিকী তার কাজের মধ্য দিয়ে ব্রিটেনের মানুষের মন জয় করতে পেরেছেন। কাউন্সিলার থেকে সে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে টিউলিপ আমাদের গৌরাবন্বিত করেছে। এ বিজয়ে টিউলিপসহ তিনজনকে অভিনন্দন জানাই।

আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১৬ কোটি মানুষের পক্ষ থেকে টিউলিপ রেজোয়ান সিদ্দিকীকে অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুর রক্তের সুযোগ্য উত্তরসুরি হিসেবে ব্রিটিশ ও ইউরোপিয়ান ভোটারদের মন জয় করে তিনি বিজয়ী হয়েছেন। টিউলিপসহ যে তিন কন্যা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই। একইসঙ্গে লন্ডনে বাংলাদেশ ক্রিকেট টিম আগামী ১৫ই জুন সেমিফাইনালে বিজয়ী হওয়ার প্রত্যাশার কথা বলেন প্রতিমন্ত্রী।

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ব্রিটিশ পার্লামেন্টে আমাদের তিন নারী বিজয়ী হয়েছেন। নারী উন্নয়ন ও নারী অগ্রগযাত্রায় বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। সত্যি আজ আমাদের গর্বের দিন। বিশ্বের সামনে মাথা উচুঁ করে আমাদের নারীরা জানিয়েছে যে, তারা পারে। ব্রিটেনে আজ নেতৃত্ব দিচ্ছে আমাদেরই কন্যারা। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। একবার নয় দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে সে প্রমাণ করেছে রক্ত কথা বলে। টিউলিপের বিজয়টি সম্পূর্ন ভিন্ন। বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন তারপরও তারা তাদের সন্তানদের সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের একজন মারা গেলে আমরা সম্পূর্ণ ভেঙে পড়ি। আর তারা কী নির্মমতার শিকার হয়েও নিজেদের জীবনকে পরিচালিত করছেন দেশ গড়ার কাজে। জয় এর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুল অটস্টিক শিশুদের জন্য অবদান রেখছে। তাদের বিজয়ের মধ্যে অনেক কিছু শিক্ষনীয় আছে। আমাদের সন্তানরাও পারবে। তারা কেন পথভ্রষ্ট হবে।