আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ বংশোদ্ভূত নাসার নভোচারী ড. পিয়ার্স সেলারস মারা গেছেন।
২০০২ থেকে ২০১০ সালের মধ্যে তিনবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান সেলারস।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানিয়েছে, অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত সেলারস শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।
যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সের ক্রোবরায় জন্মগ্রহণ করেন সেলারস। ১৯৮২ সাল থেকে তিনি নাসার বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৬ সালে নাসার নভোচারী কোরে যোদ দেন সেলারস।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
নাসা জানিয়েছে, ২০১৫ সালে চতুর্থ স্তরের অগ্নাশয় ক্যানসার ধরা পড়ে ড. পিয়ার্সের। চতুর্থ স্তরের অগ্নাশয় ক্যানসার থেকে সুস্থ হওয়ার রেকর্ড বিরল। এ রোগে ভুগে শুক্রবার হাউস্টনে মারা যান সেলারস।
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকের মর্যাদা পান সেলারস। নাগরিকত্ব পাওয়ায় তিনি মহাকাশ অভিযানে যাওয়ার উপযুক্ত বিবেচিত হন।