ব্রিটিশ মন্ত্রীকে অপসারণ করার ইচ্ছা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে ইসরায়েল দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এক ব্রিটিশ মন্ত্রীকে অপসারণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত বছরের অক্টোবরে গোপন ক্যামেরায় ধারণকৃত কথোপকথনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল রোববার এ তথ্য জানিয়েছে।

লন্ডনের একটি রেস্টুরেন্টে ইসরায়েলি দূতাবাসের জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা শাই মাসতের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী রবার্ট হাফনের সহযোগী মারিয়া স্ট্রিজলো। হাফন কনাজরভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েলের প্রাক্তন রাজনৈতিক বিষয়ক পরিচালকও ছিলেন।

আলাপচারিতায় এক ফাঁকে মারিয়ার কাছে মাসত জানতে চান, ‘ আমি কি এমন কয়েকজন এমপির নাম বলব, যাদেরকে আপনাদের সরিয়ে দেয়া উচিৎ?’ জবাবে মারিয়া বলেন, ‘সব এমপিরই কিছু না কিছু বিষয় রয়েছে, যা তারা লুকাতে চায়।’ এর জবাবে মাসত বলেন, ‘ আমার কাছে কয়েকজন এমপির নাম আছে।’ এরপরই মাসত ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওলেথ বিষয়ক মন্ত্রি স্যার অ্যালান ডানকানের নাম বলেন।

গত বছর ফিলিস্তিনে ইসরায়েলের বসতি নির্মাণ কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করেছিলেন স্যার অ্যালান। তিনি ইসরায়েলের এ কাজকে ‘বিশ্বের মুখে কলঙ্কের দাগ’ বলে মন্তব্য করেছিলেন। ২০১৪ সালে এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘দখল, অধিগ্রহণ, অবৈধতা, অবহেলা, জটিলতা- এসব বাজে সংমিশ্রণ ইসরায়েলের জন্য লজ্জা বয়ে এনেছে।’ স্যার অ্যালানের এসব মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছিল তেল আবিব।

মাসত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সম্পর্কে বলেছে, ‘সে কোনো কিছুরই পরোয়া করে না। সে একটা গর্দভ। কিন্তু সে কোনো দায় ছাড়াই পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। তবে সত্যিকারার্থেই যদি কিছু ঘটে তাহলে এটা তার দোষ নয়, এটা হবে অ্যালান ডানকানের দায়।’

এদিকে এ ঘটনায় ক্ষমা প্রার্থণা করেছে ইসরায়েল দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, মাসত ইসরায়েলের প্রতিনিধিত্ব করে না। সে দূতাবাসের ছোট একটি পদে চাকরি করে। আর তার চাকরি মেয়াদও শেষের দিকে।