নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ হোম অফিস অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন নিয়মাবলি প্রবর্তন করেছে।
এর প্রেক্ষিতে ৩ নভেম্বর হোম অফিসের ওয়েবসাইটে ইমিগ্রেশন আইনে কিছু পরিবর্তন আনা হয়। এসব নিয়ম আজ ২৪ নভেম্বর থেকে প্রযোজ্য হবে।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ থেকে ব্রিটিশ হাইকমিশনে আবেদনকারীদের এসব নিয়ম মেনে আবেদন করতে হবে বলে সূত্র জানিয়েছে।
পরিবর্তিত নিয়মে ইন্ডিপেনডেন্ট মাইগ্রেশন অ্যাডভাইসরি কমিটি কর্তৃক পর্যালোচিত টায়ার-২ সংক্রান্ত ব্রিটিশ সরকার কর্তৃক ঘোষিত কিছু বিধি মেনে চলতে বলা হয়েছে।
ভিসার মেয়াদোত্তীর্ণরা আগে ভিসার শেষ হওয়ার ২৮ দিনের মধ্যে আবেদন করলেও চলত। কিন্তু এখন সে আইন পরিবর্তন করা হয়েছে।
টিয়ার ২(২) অধীনে অভিজ্ঞ কর্মীদের বার্ষিক বেতন ২৫ হাজার পাউন্ড (কিছু ব্যতিক্রমসহ) নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই টিয়ারের অধীনে কর্মীদের নিজ কোম্পানিতে কর্মস্থল পরিবর্তন (ট্রান্সফার) করার বেশ কিছু আইনি সংশোধন আনা হয়েছে।
অনেকগুলো নীতির পরিবর্তন তৈরি করা হয়েছে যার সঙ্গে রয়েছে- শিক্ষাগত অগ্রসরতা আইন, ডক্টরেট সম্প্রসারণ স্কিম (কর্মসূচি) এবং বৈদেশিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
ইংরেজি ভাষার দক্ষতায় পরিবর্তন সমূহ : চলতি বছরের জানুয়ারি মাসে ঘোষিত নিয়মানুযায়ী অভিবাসন প্রত্যাশীর ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা বা চাহিদা লেভেল A-2, যা কমন ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর লেংগুয়েজেস বা ইউরোপীয় অবকাঠামোগত ভাষাগত রেফারেন্স বা প্রমাণাদি অইউরোপীয় অর্থনৈতিক অ্যাসোসিয়েশনের অংশীদার ও তাদের পূর্বসূরীদের জন্য প্রযোজ্য।
এ বিধি আগামী ১লা মে ২০১৭ সাল পর্যন্ত বলবৎ থাকবে।