ব্রিটেনের রানী এলিজাবেথ মারা যাননি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানী এলিজাবেথ মারা যাননি। শনিবার বার্কিংহাম প্রাসাদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলতি শীত মৌসুমে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন রানী এলিজাবেথ। বড়দিনের আগে অসুস্থ হয়ে পড়ার কারণে নিজের জেলা নরফকে ছুটি কাটাতে যেতে পারেননি তিনি । ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার নতুন বছরের অনুষ্ঠানও বাদ দিয়েছেন তিনি।

গত শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ভুয়া টুইটার পেজ থেকে একটি বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘৯০ বছর বয়সে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর বিষয়টি ঘোষণা করেছে বার্মিংহাম প্যালেস। মৃত্যুর কারন এখনো জানা যায়নি। আরো জানতে সঙ্গে থাকুন।’

কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রানীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করছিলেন, রানীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমকে অন্ধকারে রাখা হচ্ছে।

শনিবার বার্মিংহাম প্যালেস থেকে রানীর বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাসাদের এক মুখপাত্র বলেছেন, ‘ঠান্ডাজনিত রোগ থেকে রানী ধীরে ধীরে সুস্থতা লাভ করছেন।’