বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি হলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এতদিন শোভাবর্ধন করে আসছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এবার যুক্তরাষ্ট্রের ‘ব্রেকথ্রু স্টাইল স্টার’ অ্যাওয়ার্ড পাচ্ছেন এ অভিনেত্রী। ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’র দ্বিতীয় বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী অক্টোবরে এ অ্যাওযার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সম্প্রতি অ্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে লাল রঙের পোশাক পরে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। এবার হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে একই মঞ্চে পুরস্কার গ্রহণ করবেন তিনি। কিডম্যান অনুষ্ঠানে ‘স্টাইল আইকন’ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। অভিনেত্রী এবং সমাজকর্মী শাইলেন উডলি এবং ডিজাইনার টম ফোর্ডকেও অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।
খুব শিগগিরই শুরু হবে প্রিয়াঙ্কা অভিনীত কোয়ান্টিকো টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমের সম্প্রচার। এছাড়া বর্তমানে তার পাঞ্জাবী সিনেমার প্রযোজনার কাজ নিয়েও ব্যস্ত এ অভিনেত্রী।