বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ধরা যাক, হোয়াটসঅ্যাপে আপনার কোনো বন্ধু বা পরিচিতজন কোনো কারণে আপনাকে ব্লক করে দিয়েছে। ভুল বোঝাবুঝি মেটানোর জন্য আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু ব্লক়়ড হয়ে থাকার কারণে তা সম্ভব হচ্ছে না।
সুতরাং এই সমস্যা থেকে উত্তোরনের উপায় কী? অর্থাৎ কীভাবে হোয়াটসঅ্যাপে আনব্লক করবেন নিজেকে? জেনে নিন সহজ কৌশল। হোয়াটসঅ্যাপ নিজেকে আনব্লক করার জন্য যা করবেন তা হচ্ছে-
* আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ‘সেটিংস’ অপশনে যান।
* ‘অ্যাকাউন্ট’ অপশনটিতে ক্লিক করুন। এবার ‘ডিলেট মাই অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে আপনার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ডিলেট করুন।
* আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন।
* আনইনস্টল হওয়ার পর ফোন রিস্ট্যার্ট করুন।
* গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আবার নতুন করে ইনস্টল করুন।
* আগের অ্যাকাউন্টের নম্বরটিই দিয়ে নম্বর ভেরিফিকেশন পর্বটি সেরে নিন।
* আপনার ফোনের কনট্যাক্টগুলোকে হোয়াটস অ্যাপের সঙ্গে সিঙ্ক করে নিন।
* আপনার কাজ শেষ। এবার হোয়াটসঅ্যাপ খুলুন। দেখবেন, যারা আপনাকে ব্লক করে করেছিল তাদের প্রোফাইল ছবিটি দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি আনব্লকড হয়ে গেছেন। এবার চাইলেই আপনি তাদের মেসেজ বা ভয়েস কল করতে পারবেন।