নিজস্ব প্রতিবেদক: ব্লমিং সান স্কুল শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।
রবিবার দুপুরে ঢাকা – ১৮ আসনের খিলক্ষেত – এ ব্লমিং সান স্কুলে শিক্ষকদের সাথে সৌজন্যে সাক্ষাতের সময় ঢাকা – ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক দয়াল কুমার বড়ুয়া।
এসময় দয়াল কুমার বড়ুয়া বলেন; শিক্ষার মান এখন উন্নত হয়েছে। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি নিজেও কাজ করে যাবো ঢাকা – ১৮ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে। আমি চাই এ স্কুলগুলো তাদের যোগ্য শিক্ষকদের দিয়ে শিক্ষার মান উন্নয়নে আরও কাজ করে যাবে।
এসময় তিনি ব্লমিং সান স্কুলের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় অনন্যদের মধ্যে ব্লমিং সান স্কুলের চেয়ারম্যান জসিম উদ্দিন, এমডি এবং স্কুলের প্রিন্সিপালসহ শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে উপস্থিত ছিলেন।


