
নিজস্ব প্রতিবেদক, রংপুর : বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত ২৮৪ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, বিভিন্ন স্তরের প্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে খনি কর্তৃপক্ষ।
বুধবার ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারনা’ শীর্ষক ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম এন আওরঙ্গজেব বলেন, কয়লাখনিতে ব্রিটেন ও চীনের ২৮৪ জন নাগরিক কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময়ে জঙ্গিদের প্রধান টার্গেট বিদেশিরা হওয়ায়, এসব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, খনির চারদিকে সড়ক নির্মাণ করে সার্বক্ষণিক টহল ব্যবস্থা জোরদার করা, গোটা খনি এলাকা নিরাপত্তা ক্যামেরার আওতায় আনা, বাইরে বিদেশিদের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণে খনির অভ্যন্তরে শপিংমল স্থাপন করা। এ ছাড়াও খনির অভ্যন্তরে যাতায়াতকারীদের ভেতরে আসা এবং বাইরে যাওয়ার বিষয়ে আঙ্গুলের ছাপ নেওয়া।
তিনি আরো বলেন, বড়পুকুরিয়া কয়লাখনিটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনেকটাই ভূমিকা পালন করে আসছে এবং এই খনির উন্নয়নে বিদেশিদেরও ভূমিকা রয়েছে।
তিনি এ জন্য এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিদেশিদের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই খনিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান প্রামানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক আবুল কাসেম প্রধানীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মীর মো. আব্দুল হান্নান, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মমতাজ আলী, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম প্রমুখ।