বড় সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা দেখছেন হাথুরুসিংহ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বড় সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর শ্রীলঙ্কার লক্ষ্য টেস্ট সিরিজ জয়। পূর্বের রেকর্ড তাদেরকে দিচ্ছে আত্মবিশ্বাস। বাংলাদেশে ৬ টেস্টের মধ্যে ৫ টেস্টেই জিতেছে শ্রীলঙ্কা। দুই দলের একমাত্র টেস্টটি ড্র হয়েছে চট্টগ্রামে। সেই চট্টগ্রামেই আগামীকাল শুরু হচ্ছে দুই দলের প্রথম টেস্ট। শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করছেন উভয় দলের ব্যাটসম্যানদের জন্যই চ্যালেঞ্জিং হবে এ টেস্টটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথরুসিংহে বলেছেন,‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে আমি মনে করি উভয় দলের ব্যাটসম্যানদের জন্যই চ্যালেঞ্জিং হবে টেস্টটি। আমরা আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চেষ্টা করব। অতীতে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা ভালো করেছে। বাংলাদেশে আমাদের রেকর্ড ভালো।’

হাথুরুসিংহের মতে শ্রীলঙ্কার টেস্ট দলটি ওয়ানডে দলের চেয়ে কিছুটা শক্তিশালী, ‘আমাদের টেস্ট দলটি ওয়ানডের চেয়ে কিছুটা অভিজ্ঞ ও উন্নত। এখানে খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। আসলে আমরা জিরো থেকে শুরু করতে যাচ্ছি।’

বাংলাদেশে গত চার বছরে কোনো টেস্ট খেলেনি শ্রীলঙ্কা। সবশেষ টেস্টটি চট্টগ্রামে ড্র হয়েছিল। এ চার বছরে দুই দলের পরিবর্তনও হয়েছে বেশ। বাংলাদেশ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে। শ্রীলঙ্কা দুঃসময় কাটিয়ে এখন সুসময়ের অপেক্ষায়। দুই দল এখন রয়েছে প্রায় একই বিন্দুতে। হাথুরুসিংহের মতে যে দল মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই এগিয়ে যাবে চট্টগ্রাম টেস্টে।

‘গেল চার বছরে এখানে আমরা কোনো টেস্ট খেলিনি। তবে যে দল ভালো করবে তারা মূলত মানসিকভাবে এগিয়ে থাকার কারণেই সেটা পারবে। উভয় দলই কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। দুই দলের মানসিক পার্থক্য ফল পরিবর্তন করে দিবে’- যোগ করেন হাথুরুসিংহে।