বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে যমুনা আটো রাইস মিল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩০)।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। তার বাবার নাম জহির উদ্দীন। বাড়ি দিনাজপুর সদরে।

দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।

তিনি জানান, দেলোয়ারের শরীরর ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, গত বুধবার সকালে দিনাজপুর জেলা সদরের গোপালগঞ্জ শেখহাটি এলাকায় যমুনা অটো রাইস মিলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৩০ জন দগ্ধ ও ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।