ভদ্র চেহারায় চোর

নিজস্ব প্রতিবেদক : ছবিতে দেখতে পেশাজীবী কোন ব্যক্তি, ন¤্র-ভদ্র চেহারা। কিন্তু এর আড়ালেই তিনি ব্যাগ চুরি বা মূল্যবান মালামাল চুরি করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার ছবি দিয়ে গ্রেপ্তারের জন্য সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী রাইজিংবিডিকে বলেন, ‘ওই ব্যক্তি গত ২৩ এপ্রিল গুলশানের হোটেল লেকশোর থেকে কনফারেন্সের মধ্যাহ্নভোজ চলাকালে একটি ব্যাগ এবং আইপ্যাড চুরি করে নিয়ে যান। যা হোটেলের সিসিটিভি’র ভিডিও ফুটেজেও দেখা গেছে।

ওই ব্যাগে ৪০ হাজার টাকা, পাসপোর্ট, ব্যাংকের চেক বই ও অন্যান্য মালামাল ছিল। তাকে ধরতে পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তৎপর রয়েছে। কিন্তু তার অবস্থান জানা যাচ্ছে না। এ কারণে তাকে গ্রেপ্তারে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।’

গুলশান থানা থেকে জানা গেছে, এই চুরির ঘটনায় ওইদিন গুলশান থানায় মামলা করা হয়। ওই ব্যক্তি সম্পর্কে কেউ তথ্য পেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইজাহার আলীকে ০১৭১৭৬৬৭৫৭৫ নম্বরে ফোন করে জানাতে বিশেষভাবে অনুরোধ করছে পুলিশ।