আল-আমীন,মেহেরপুর: কৃষকলীগের ত্রি বার্ষিক কাউন্সিল ভমরদাহ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল মেহেরপুর সরকারী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি এবং নবনির্বাচিত মেম্বর হায়দার আলি, সাবেক মেম্বর এনামুল হক, হিন্দা ওয়ার্ড কৃষকলীগ সভাপতি হালিম মাস্টার, সেক্রেটারি আমানুল্লাহ মেম্বর, জেলা কৃষকলীগ নেতা নাসির, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আলমাস, ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি আলমগির, ইউনিয়ন কৃষকলীগ সদস্য আনিসুর, ৩ নং ওয়ার্ড আওয়ামীগের সেক্রেটারি জয়নাল হক, জেলা কৃষকলীগ নেতা চান্দালি, গাংনী পৌর কৃষকলীগ সদস্য বিপ্লব, কৃষকলীগ নেতা হাবিব, বাবুল, আক্তার, মাদার সহ অসং্খ্য নেতাকর্মী। মশিউর রহমান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা শেষে ২ নং ওয়ার্ডের জিয়াউর রহমানকে সভাপতি ও আঃ হান্নানকে সাধারণ সম্পাদক এবং ৩ নং ওয়ার্ডের সাবান আলিকে সভাপতি ও ইয়াসিন আলিকে সাধারণ সম্পাদক সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি গঠন করা হয়।