ভাওয়াল রাজার বোনের ভূমিকায় জয়া

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। কলকাতায় ২০১৭ সালে অভিনয়ে সেরা বাঙালির পুরস্কার তার হাতে উঠেছে। এছাড়াও চলতি বছর কলকাতায় আরো বেশ কিছু সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।

ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’, গুণী নির্মাতা সৃজিত মুখার্জি নির্মিত ‘রাজকাহিনি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত মুখার্জি এবার নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এতে জয়া আহসান ভাওয়াল রাজার বোনের ভূমিকায় অভিনয় করবেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

এ প্রসঙ্গে সৃজিত মুখার্জি বলেন, ‘জয়া দুই বাংলার সেরা তিনজন অভিনেত্রীর একজন। আমি জয়ার অভিনয়ের ভক্ত। এ কারণেই জয়াকে এই সিনেমায় কাস্ট করেছি।’

ভাওয়ালের জমিদারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। ভাওয়ালের রাজার চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। সৃজিত বলেন, ‘যৌথ প্রযোজনায় নির্মিত হলে বাংলাদেশেও সিনেমাটির শুটিং করতে পারি। ভাওয়াল রাজত্ব যে অঞ্চলে ছিল সেসব অঞ্চলে সিনেমাটির শুটিং করার ইচ্ছে আছে।’