
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের মেয়র অধ্যাপক মান্নান চতুর্থবারের মত মেয়রের চেয়ার ফিরে পেতে না পেতেই জেলে যেতে হয়েছে বিএনপি সমর্থিত তার ছয় কাউন্সিলরকে। এর আগে মেয়র মান্নান তিনবার বহিস্কার হয়েছিলেন এবং উচ্চ আদালতের নির্দেশে আবার সেই পদ ফিরেও পেয়েছেন।
মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ কাউন্সিলরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। তারা হলেন ১৫নং ওয়ার্ডের ফয়সাল সরকার, ১৯ নং ওয়ার্ডের তানভীর আহম্মেদ, ২০ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম শহীদ, ২৬ নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ৪৮ নং ওয়ার্ডের শফি উদ্দিন শফি ও ৫৪ নং ওয়ার্ডের শেখ মো. আলেক। সকাল ১১ টায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তাদের নিকট আত্মীয়রা জানান, ২০১৩ সালে দেশজুড়ে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও ভাঙচুর গাড়ি পোড়ানোসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। পরবর্তীতে তারা উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত ছয় মাসের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা উচ্চ আদালতের নির্দেশ পালন করেননি বিধায় জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।