ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ভারসাম্যহীন এক নারীর মৃত্যু

মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ার পৌর সদরের মাটিয়া পুল এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
২৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর বেলায় ভাঙ্গুড়ার পৌর সদরের মাটিয়া পুল এলাকায় সাড়ে ৬টায় ঢাকাগামী লোকাল ট্রেনের (সকাল ট্রেন) ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক নারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ভাঙ্গুড়া থানা পুলিশকে ঘটনা অবহিত করে।
সিরাজগঞ্জ রেলওয়ে ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকাগামী লোকাল ট্রেনের (সকাল ট্রেন) ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধারের পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মর্গে পাঠানো হবে।