ভাঙ্গুড়ায় পোড়ানো হলো ১৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল

মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে পাবনার ভাঙ্গুড়ায় ১৪ লাখ টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৫০টি জাল জব্দ করা হয়। এতে ট্রাক ড্রাইভার প্রদীপ রায়কে ৫ হাজার জরিমানা ও মোঃ আলামিন হোসেনকে ১ বছরের জেল প্রদান করেন। মোঃ আলামিন হোসেন পাবনার ফরিদপুর উপজেলার দত্তপঙ্গুলের মোঃ সাচ্চু প্রামানিকের ছেলে ও ট্রাক ড্রাইভারের বাড়ি ঝিনাইদহর কালীগঞ্জে।
 সোমবার গভীর রাতে পাবনার ফরিদপুর উপজেলার নারায়ণপুর থেকে ট্রাক বোঝাই অবৈধ দুয়ারি জাল নিয়ে যাওয়ার পথে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া এলাকা ট্রাকসহ ১৭ হাজার ৫শত ফিট দুয়ারী জাল যাহার (আনুমানিক মূল্য ১৪ লক্ষ) টাকার জাল জব্দ করে ভাঙ্গুড়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ।
পরের দিন সকাল সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন,ভাঙ্গুড়া  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা আজম খান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন,সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম এই ১৪ লক্ষ টাকার অবৈধ দুয়ারী জাল অভিযানের সহযোগিতা করেছেন এ ব্যাপারে কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমকে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, ভাঙ্গুড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে; সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আমরা ৩৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান আজও চলছে এবং  অব্যাহত থাকবে।