ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা 

মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ক্ষতিকারক রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করায় এক ভেজাল দুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ জব্দ করেন,পরে তা স্থানীয় বিভিন্ন এতিম খানায় দান করেন।
সহকারী কমিশনার ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া সদর ইউনিয়নের মেন্দা গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে,মোঃ মিজান (২৮) নামে এক দুধ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে ঢাকার বিভিন্ন মিষ্টির দোকান ও বাসাবাড়িতে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মেন্দা এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা মোতাবেক তাকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, এসব রাসায়নিক উপাদান মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো কিডনি ও ফুসফুসের বেশি ক্ষতি করে থাকে। এতে শ্বাসকষ্ট ও ক্যানসারের মতো বিভিন্ন রোগ হতে পারে।
ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান  জানান, ভেজাল দুধ উৎপাদন কারী মিজান দীর্ঘদিন ধরে মেন্দা বাজারে ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। তাকে নিরাপদ খাদ্য আইন ও ভেজাল খাদ্য উৎপাদনের কারণে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।