মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার ও উপ-সহকারীর উপস্থিতি সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার।
ভাঙ্গুড়া উপজেলায় ৬ই নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মন্ডতোষ ইউনিয়নের বিসিআইসি (ডিলার) মেসার্স সেভেন এইচ ট্রেডার্সের গোডাউনে মন্ডতোষ ইউনিয়নের ৫০/৬০ জন কৃষক সার কিনতে আসে। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্য তালিকা সাইনবোর্ড দিয়ে সরকারি মূল্যে স্যার বিক্রি করছেন ডিলার মোঃ রেজ্জাকুল হায়দার। সরকারি মূল্য ইউরিয়া ২৭ টাকা, টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা ও এমওপি ২০ টাকা কেজি দরে সার বিক্রি করছেন মেসার্স সেভেন এইচ ট্রেডার্স।
সার কিনতে আশা মন্ডতোষ ইউনিয়নের কৃষক আকুল হোসেন, সাইফুল,বাবলু,মজনু,মমিন,আঃ সামাদ, জহর আলী, সাইদুল ইসলাম,জাহিদুল ইসলাম, আ: সালাম, আয়নাল, হিজা,সোহাগ খোরশেদ আলমসহ আরো অনেকেই বলেন,চলতি আমনের ভরা মৌসুমে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার আমাদের উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী গোপনে চরা মূল্যে সার বিক্রি করায় আমরা হিমশিমে পরে যাই। কিন্তু কৃষি অফিস ও আমাদের রাজনৈতিক নেতারাও এখন সহযোগিতা করছেন এবং কৃষি অফিসের স্যারেরা এখন উপস্থিত থাকেন ডিলারের দোকানে তাই সরকারি মূল্যে সার কিনতে পারছি আমরা। এসময় কৃষকরা ধন্যবাদ দিয়ে বলেন কৃষি অফিস ও রাজনৈতিক নেতারা যে ভাবে খোঁজ খবর নিচ্ছেন এভাবে নিলে আমরা সঠিক মূল্যে সঠিক সময়ে আমরা আমাদের প্রয়োজন মাফিক সার কিনতে পারবো।
মেসার্স মোঃ রেজ্জাকুল হায়দার মন্ডতোষ ইউনিয়নের ডিলার বলেন আমরা যখন থেকে সার পেয়েছি তখন থেকেই সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে সার বিক্রি করে যাচ্ছি। এখানে কোনো কৃষক আজ পর্যন্ত সার না পেয়ে ঘুরে যায়নি। আমাদের গোডাউনে যতক্ষণ সার থাকে ততক্ষণ আমরা সার বিক্রি করি আর আমাদের সব সময় গোডাউন খোলাও থাকে।
এসময় গোডাউনে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন উপ-সহকারী মোঃ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম তিনি মন্ডতোষ ইউনিয়নে দায়িত্বে রয়েছেন। তিনি বলেন মন্ডতোষ ইউনিয়নসহ বিসিআইসি মোট ৭ জন ও উপজেলায় বিএডিসি ১৩ জন ডিলার রয়েছে।তিনি বলেন কৃষকরা যেন সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার কিনতে পারে সেটি নিশ্চিত করার জন্য আমরা একেক দিন একেক ডিলারের গোডাউনে উপস্থিত থাকবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ শ্রী রঞ্জিত কুমার বর্মন জানান এ বছর উপজেলায় সড়িষা,মসুর,খেসারী,গম, ঝব,ভুট্টা,আলু,পেঁয়াজ,রসুন, খালজিরা,ধুনিয়া, মটর, শীতকালীন শাকসবজি,বরো,রোপা আমন, বোনা আমন ২০৫১৩ হেক্টর জমিতে রোপনের লক্ষমাত্র রয়েছে।
কৃষি অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি মূল্যে সার বিতরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) উপস্থিত থেকে কৃষকদের মাঝে সরকারি ন্যায্য মূল্যে সার বিতরণ নিশ্চিত করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সাধারণত কৃষকদের মাঠ পর্যায়ে সার পৌঁছে দেওয়া, সঠিক পরিমাণ নিশ্চিত করা এবং সার বিতরণের সময় তদারকি করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে কৃষকরা নির্ধারিত মূল্যে সার পেতে পারে এবং ডিলাররা সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে পারে।


