ভাটারায় বিনা মূল্যে চক্ষু শিবির

আলমগীর হোসেন বাদশা ও রিয়াজুল ইসলামঃ আসছে আগামী ২৬ শে মার্চ ২০১৮ ইং মহান স্বাধীনতা ও জাতীয়তা দিবস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এর যৌথ আয়োজনে মহান স্বাধীণতা দিবস উপলক্ষে ভাটারার নুরের চালা ৭ নং ওয়ার্ড মেম্বার হাবীবুর রহমান হারমিনের কার্যালয়ে বিনা মূল্যে চক্ষু শিবির-২০১৮ অনুষ্ঠিত হবে। এখানে বিনা মূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন, ওষুধ ও কালো চশমাও প্রদান করা হবে। উক্ত চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ও গাজীপুর জেলা পুলিশ সুপার মো: হারুন অর রশিদ। উদ্ভোধন করবেন কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকা এর সাধারন সম্পাদক, আলহাজ্ব মো: আক্কাস আলী বেপারী। সভাপতিত্ব করবেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরী। এর সৌজন্যে রয়েছেন সহ-সমাজকল্যাণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা সমিতি ঢাকা ও ভাটারা ইউনিয়ন পরিষদ এর ৭ ওয়ার্ড সফল মেম্বার মোঃ হাবীবুর রহমান হারমীন। মোঃ হাবীবুর রহমান হারমীন মেম্বারএ উপলক্ষে হাবীবুর রহমান হারমিন মেম্বার তার এলাকায় অনেক পোষ্টার ও ফেষ্টুন লাগিয়েছে। তিনি দীর্ঘ দিন যাবত তার এলাকার গরীব ও অহসায় মানুষের সেবা করে যাচ্ছেন আর এটাই তার অংশবিশেষ। এ ব্যাপারে অত্র এলাকার জনপ্রতিনিধি হারমিন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি জানান, অসহায় ও গরীব মানুষ যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেনা তাদের জন্য এ আয়োজন। ভবিষ্যাতে যেন এ ধরনের সেবা অব্যাহত রাখতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।হান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্রি চক্ষু শিবির-২০১৮