নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাচ্চু মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ৯টায় মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সায়েদুল ইসলাম জানান, তারা বাড্ডার বড় বেরাইদ এলাকায় থাকেন। তার বাবা উত্তরার একটি মাংসের দোকানে কসাইর কাজ করেন। ভোরে বাসা থেকে তিনি ওই দোকানে যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় রাস্তায় পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


