ভাটারা থানা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটি ঘোষণা

আলমগীর হোসেন বাদশাঃ এম কাইছার রহমানকে সভাপতি ও মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি নান্নু হাওলাদার, সহ-সভাপতি হারুন অর রশীদ পান্টু, মিসেস পলি খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক মাসুদ রানা ও জামান মিয়াকে দপ্তর সম্পাদক করে মোট ৬৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়। গত ২৪ শে ডিসেম্বর ঢাকা মহানগর উত্তরের কার্য নির্বাহী সভার সিন্ধান্ত অনুযায়ী আগামি দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

গত ২৭ শে ডিসেম্বর ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী মোঃ বরকত খান দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। হাই কমান্ড তাকে সভাপতি করায় তার কাছে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমার জনপ্রিয়তা, বিগত দিনে অত্র এলাকায় নেতাকর্মীদের নিয়ে রাজাকার জামায়াত শিবিরের রাজনীতি ও সকল অন্যায় মোকাবেলা করেছি তাই দল আমার উপর আস্থা রেখে আমাকে সভাপতি করেছে। তাই আমি ভাটারা থানার জাতীয় শ্রমীকলীগের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাজী মোঃ বরকত খানেক শুভেচ্ছা অভিনন্দন জানা”্ছি এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সমস্ত অন্যায় অবিচার রুখে সামনে এগিয়ে যেতে পারি সে জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করছি।